শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যানজট

মাহমুদুল হক জালীস

যানজটে একাকার

শহরের রাস্তা,

দেশে নেই একদম

মানুষের আস্থা।

 

কাঠফাটা রোদে সব

ঝলসানো চিত্র,

গরম আর গাদাগাদি

মনে হয় মিত্র।

 

পথিকের ঠেলাঠেলি

চাপাচাপি বেশতো,

পায় হেঁটে গরমেই

জীবনটা শেষ তো।

 

ঘামে ভিজে বাড়ি ফেরা

নিত্য কর্ম,

এভাবেই বুঝে আসে

গরমের মর্ম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর