শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দিলাম রাতের শিশির

জাহিদ জাবের

মাঠ হয়ে যায় সবুজ শাড়ি

বাতাস তোলে ঢেউ

আমন পাতায় রোদের ঝিকিমিকি

দেখতে ডাকে কেউ-

ঘরে বসেও ডাকটা শুনি ঠিকই

পাইনা ডাকের লোক

জানলা খুলে সবুজ মাঠে

আটকে রেখে চোখ—

ভাবতে থাকি খুব

দুপুর বিকেল সন্ধ্যা শেষে

সূর্য ডোবে মলিন হেসে

রাত্রি নামে চুপ

যে জন আমায় দেখতে ডাকে

বাংলাদেশের রূপ

তার সে নামে রাতের শিশির

দিলাম টাপুর টুপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর