Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ২৩:১৫
মন্দা
ফখরুল ইসলাম

খুকির এখন পড়াশোনায়

ভীষণ মনোযোগ

কদিন আগেও ছিল না সে

মোটেও পড়ার লোক।

হঠাৎ? খুকির শখ হয়েছে

প্রথম হবে ক্লাসে

ভূগোল গণিত সব বিষয়ে

পাস হবে এ-প্লাসে।

তাই তো খুকি পড়তে বসে

সকাল বিকেল সন্ধ্যা

দুষ্টোমিতে খুকির এখন

চলছে খানিক মন্দা।

এই পাতার আরো খবর
up-arrow