Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:৪১
হাওয়ায় দোলে
সুজন সাজু

হাওয়ায় দোলে মায়ের কোলে

     করছে যেন নেমন্ত,

জুড়াই প্রাণ সোনালি ধান

    আসছে দেখ হেমন্ত।

আকুল করা মায়ায় ভরা

     সবুজ ক্ষেতের রূপ,

পাখির গানে হৃদয় টানে

      মুগ্ধ ছড়ায় খুব।

কৃষাণ মেয়ে নেচে গেয়ে

    খুশির দোলায় চড়ে,

পিঠার গন্ধে মন আনন্দে

    আমোদ ফুর্তি ঝরে।

ঘুম ঠুঁটেছে ফুল ফুটেছে

     পল্লী গাঁয়ে আজ,

নতুন রঙে সবুজ ঢঙে

   সাজল ঋতু সাজ।

এই পাতার আরো খবর
up-arrow