শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কোথায় গেল

আমীরুল ইসলাম এর দুটি ছড়া

কোথায় গেল ছি কুত কুত

কোথায় লাঠিখেলা?

মেঘে মেঘে কাটলরে ভাই

ছোট্ট ছেলেবেলা

 

বদলে গেল সমাজ-জীবন

মেধা মনন রুচি,

কোথায় গেল সবজি ভাজা

কোথায় ফুলকো লুচি।

 

কোথায় গেল ব্যাপারি শার্ট

কোথায় আমার বাড়ি

ছেলের হাতের মোয়া, মায়ের

নীলাম্বরী শাড়ি।

 

কোথায় গেল ছড়ার মিষ্টি

মধুর মধুর বোল,

পুরনো সব যায় হারিয়ে

দে দোল। দে দোল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর