শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাদাবকের অলস ছানা

সাজ্জাক হোসেন শিহাব

সাদাবকের অলস ছানা

এটা এক গ্রীষ্মকালের গল্প। চারদিকে রোদ আর রোদ। রোদে সবকিছু শুকিয়ে গেছে। পুকুর শুকনো। বিলও শুকনো। নদীতেও পানি কম। খালেও জল নেই বললেই চলে। কিন্তু নদীর সঙ্গে খালের একটা সংযোগ ছিল। তাই খালে ছিপছিপে একটু জল ছিল। সেই জলের উপরে ছিল কচুরিপানা। এমন এক এলাকার পাশেই থাকত এক সাদাবক আর তার ছানা। কচুরিপানার পাশের এক ঝোপে তাদের একটা ছোট বাসা ছিল। সেখানেই থাকত তারা। সাদাবক সারাদিন খালের ছিপছিপে জলে এক পায়ে দাঁড়িয়ে থাকত। কখন ছোট মাছের দেখা পাবে সে, এ-আশায়। মাঝে মাঝে সে ছোট ছোট পুঁটিমাছের দেখা পেত। অনেক কষ্টে সে তাদের শিকার করত। এরপর তা নিয়ে ঘরে ফিরত। নিজের ছানাকে খাওয়াতো। নিজেও খেত। এভাবেই সাদাবক আর তার ছানার সময় কেটে যাচ্ছিল। সাদাবকের ছা ধীরে ধীরে বড় হলো। একসময় তার শিকারে যাওয়ার বয়সও হলো। ওড়ারও বয়স হলো। কিন্তু কিছুতেই সে শিকারে গেল না। ডানা মেলে উড়তেও চাইল না। তার সবকিছুতেই আলসেমি লাগত। সে তো ঘরে বসে বসেই সব পায়। তার আর বাইরে যাওয়ার দরকার কী! এমনটি ভেবে সে চুপটি করে ঘরে বসে থাকত। মা-সাদাবক তাকে অনেক করে বুঝালো। সময়ের কাজ সময়ে শিখতে হয়। না হলে বিপদ হয়। এটা, সেটা আরও অনেক কিছু বুঝালো। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। এক দিন সকালে ঘুম থেকে উঠে সাদাবক ছানার খুব খিদে পেল। সে ক্ষুধায় চেঁচাতে লাগল। তার ডাকাডাকিতে সাদাবকও ঘুম থেকে উঠে পড়ল। এরপর তার ছানাকে বলল— চলো, আজ আমার সঙ্গে তুমি শিকারে যাবে। কিন্তু সাদাবকের ছা বলল— না, না। তুমি যাও। আমি তো পারব না। আমি ছোট। মা-সাদাবক মন খারাপ করল। কিন্তু তাকে কিছু বলল না। মা-সাদাবক এক বুদ্ধি খাটাল। আজ কিছুতেই মাছ ধরে ঘরে ফিরবে না। তার ছা যতক্ষণ ঘর থেকে বের না হবে, ততক্ষণ সে বাইরেই থাকবে। এই পণ করে সে বাসা থেকে বের হলো। এরপর সে খালে গেল। শিকার ধরল। এরপর শিকার নিয়ে খালেই বসে রইল। সে এমন এক জায়গায় বসে রইল, যেখান থেকে তার বাসা দেখা যায়। সকাল গড়িয়ে দুপুর হলো। তবুও সাদাবক ঘরে ফিরল না। এদিকে খিদেয় সাদাবক ছানার অবস্থা খারাপ হতে লাগল। তার পেট খিদেয় চো চো করতে লাগল। সে অনেক চেঁচামেচি করল। কিন্তু মা-সাদাবক কিছুতেই বাড়ি ফিরল না। উপায় না দেখে, সাদাবকের ছানা প্রথমে তার ঠোঁট লম্বা করে এদিক-ওদিক তাকাল। দূর থেকে মা-সাদাবক তা দেখল। কিন্তু কোনো শব্দ করল না। ছানাটা ক্ষুধা সহ্য করতে পারল না। একসময় সে বাসা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ল। এরপর ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে সে খালের কাছে এলো। খালের কাছে আসতেই মা-সাদাবক তার কাছে উড়ে এলো। তাকে দেখে বকছানা বলল— মা, আমাকে শিকার শেখাও, উড়তে শিখাও। তোমার কিছু হয়ে গেলে তো আমাকে না খেয়ে মরতে হবে! মা-বক মুখ থেকে পুঁটিমাছ ছানার সামনে রাখল। তারপর তাকে বলল— ঠিক আছে, তোমাকে ওড়া ও শিকার দুটোই শেখাব। মাছ খেয়ে আগে গায়ে শক্তি বাড়াও। এবার বকছানা মায়ের অবাধ্য হলো না। মায়ের কথায় সে খাবার সেরে নিল। এর কিছুদিনের মধ্যেই বক-ছানা মায়ের কাছ থেকে ওড়া শিখল। শিকারও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর