শিরোনাম
শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

খোকার আঁকা

নাফে নজরুল

আমার ঘরের জানলা দিয়ে মেঘ দেখা যায়

খুব কালো না মলিন করা কাক উড়ানো মেঘের খাতায় -

খোকার আঁকা ঘরের দেয়াল বারান্দাটা জুড়ে

শিরশিরিয়ে বইছে বাতাস গ্রীষ্ম গরম পুড়ে।

 

মেঘের খেলা মেঘের নাচন এই অবেলায়-

আমার ছোট জানলা দিয়ে কি নিরালায়

মেঘ দেখে যাই মেঘ বুনে যাই আমার মনে

সেই যে কবে মেঘ দেখেছি গায়ের উঠোনে।

 

মেঘ দেখা যায় খুব বেশিনা অল্পক্ষণের চোখের শোভা

কল্পকথার গল্প যেমন অবাক করা মনোলোভা

তেমন মেঘের গাছতালিতে বৃষ্টি আসার ডাক

মেঘগুলো তো থোমকে গেলো আর নিলোনা বাঁক।

 

কেমন করে ভিজবে শহর ভিজবে খোকার হাত

মেঘ গেলো কোই নামলো দেখি আঁধার করা রাত।

 

চমকে গিয়ে বারান্দাতে চোখ বাড়ালাম, একি-

খোকার আঁকা পোষ্টারেতে মেঘের ছবি দেখি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর