শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিজয়

আদ্যনাথ ঘোষ

যখন শুনি শ্যামল মাঠে শিশুর কলরব,

তখন আমার মনে উঠে স্বাধীন স্বাধীন রব।

পাখির গানে মন ভরে যায় সকাল সন্ধ্যাবেলা,

বাউলিয়নার সুরের ধারা মনে করে খেলা।

মনের সুখে রাখালেরা গান গেয়ে যায় মাঠে,

ভরা কলসি কাঁখে নিয়ে গাঁয়ের বধু হাঁটে।

এমন স্বাধীনতার জন্য অনেক বলিদান,

বিজয় এলো বিজয় এলো রাখতে তাদের মান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর