শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যাদুর খাতা

মঈন মুরসালিন

রাত্রি নীরব ঘুমিয়েছে সব একলা জেগে আছি

হঠাৎ করেই চাঁদ মামাটা হলো কাছাকাছি

অবাক ব্যাপার চাঁদের ভিতর দেখছি আমি একি

চাঁদের বুড়ি হাত ইশারায় ডাকছে আমায় দেখি।

 

কাছে যেতেই চাঁদ বুড়িটা ধরিয়ে দিলো খাতা

বলল হেসে, এঁকে দেখাও ফুল পাখি আর পাতা

খাতার মাঝে যেই ছোঁয়ালাম রঙ ভেজানো তুলি

উঠল হেসে পাখির ছানা আর যতো ফুলগুলি।

 

অবাক হলাম কাণ্ড দেখে হচ্ছে এসব কী?

বলল বুড়ি— যাদুর খাতা তাও বুঝো না, ছি!

যাদুর খাতা নিয়েই আমার কাটছে এখন বেলা

চাঁদের বুড়ি আর আসে না হয় নাতো আর খেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর