শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতের ভোরে

আলমগীর কবির

শীত নেমেছে শহরে এবং

শীত নেমেছে গাঁয়ে,

 

শীতের ভোরে আয় ছুটে আয়

শিশির মাখি পায়ে।

 

শীতের ভোরে রসের পিঠা

তৈরি করেন মায়ে।

 

মায়ের সাথে সাথে ঘুরি

আমরা দুটি ভাইয়ে,

 

শীতের সকাল রেঙে উঠে

মায়ের স্নেহ ছায়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর