শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খোকার প্রশ্ন

লিয়ন আজাদ

খোকার মনে জেগেছে আজ

হাজার প্রশ্নের ঢেউ,

খোকার প্রশ্নের উত্তর দিতে

আছো এমন কেউ?

 

বলছে খোকা চাঁদ মামা

কেন ওঠে রাতে,

রাত্রি শেষে কেমনে বল

সূর্য হাসে প্রাতে?

 

বল জগত্টা সূর্যালোকের

চারদিকে ক্যান ঘুরে

আকাশ কাঁদলে কেন বল

বৃষ্টি ঝরে পড়ে?

 

বল তোমরা কোথায় পেল

আকাশ এত তারা,

বল সবাই কি দিয়ে ভাই

এই পৃথিবী গড়া?

 

মাছ কেন থাকে পানিতে

পশু পাখি বনে,

আলাদা আলাদা থাকার

কি বল তার মানে?

 

ছোট পাখিদের যদি থাকে

উড়ার মতো ডানা

ডানা কেন নাই আমার

উড়তে কেন মানা?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর