শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতের সকাল

মাহমুদুল হক জালীস

পৌষ-মাঘের শীতসকালে

যায় না দেখা দূরে,

খাল-বিলের পানির উপর

সাদা ধোঁয়া ওড়ে।

 

টিনের চালে রাত দুপুরে

শিশিরকণা ঝরে, 

হিমশীতল ঠাণ্ডা হাওয়ায়

শরীর কাঁপন ধরে।

 

কুয়াশাপড়া শীতসকালে

ভরছে রসের হাঁড়ি,

পিঠা-পুলির বইছে আমেজ

পল্লী-গাঁয়ের বাড়ি।

 

শীতসকালে আকাশ থেকে

বরফকুচি নামে,

নাঙল জোয়াল কাঁধে করে 

কৃষাণ ছুটে কামে ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর