শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুক্ত জীবন গড়তে

বাসুদেব খাস্তগীর

মুক্ত মনের চাইরে মানুষ

মুক্ত জীবন গড়তে,

মুক্তমনা হলেই পারবে

মুক্ত পাখি ধরতে।

পড়ো বেশি জানো বেশি

নিজকে করো বৃদ্ধ,

বয়স বাড়ুক দিনে দিনে

মন হবে না বৃদ্ধ।

জ্ঞানের মাঝে ডুবলেই দূর

দুষ্টু যত ক্ষত,

নিজকে ভাবো প্রতিক্ষণে

সবুজ পাতার মতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর