Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৪৯
ইচ্ছে যতো
রাখাল সুজন

ইচ্ছে করে দোরটি খুলে

মনের সুখে ঘুরতে,

পাখির মতো মুক্ত হয়ে

আকাশ পানে উড়তে।

 

ইচ্ছে করে কোকিল সুরে

গলা ছেড়ে গাইতে,

ইচ্ছে করে মাঝির সাথে

বৈঠাও-যে বাইতে।

 

ইচ্ছে করে সাগর পানে

সাঁতার কেটে নাইতে,

ইচ্ছে করে সকল ঋতুর

সুবাস মনে পাইতে।

 

ইচ্ছে করে সবার আগে

রোজ সকালে উঠতে,

ইচ্ছে করে সকাল সন্ধ্যা

ফুলও হয়ে ফুটতে।

 

ইচ্ছে করে ভ্রমর হয়ে

মধুগুলো লুটতে,

প্রজাপতির সঙ্গী হয়ে

গহীন বনে ছুটতে।

এই পাতার আরো খবর
up-arrow