শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলা ভাষা

আহাদ আলী মোল্লা

দেশের কবি পদ্য লেখেন

বাংলা ভাষার সুরে,

এই ভাষারই প্রতিধ্বনি

সারা ভুবন জুড়ে—

বাংলা আমার প্রাণের ভাষা

ফুল ফসলের ঘ্রাণের ভাষা

হাজার গুণের মানের ভাষা

গানের ভাষা

জানের ভাষা।

 

পাখপাখালির কিচিরমিচির

বাংলা ভাষার গানে,

এই ভাষারই ছন্দ দোলে

সাগর নদীর বানে—

বাংলা আমার গাঁয়ের ভাষা

নদী মাঝি নায়ের ভাষা

অধিকার আদায়ের ভাষা

ভা’য়ের ভাষা

মায়ের ভাষা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর