শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রিয়ানের বইমেলা দেখা

সোহেল বীর

রিয়ানের বইমেলা দেখা

রিয়ান ক্লাস টুতে পড়ে। বাবা-মায়ের সাথে ঢাকার বাইরে থাকে। পড়াশোনায় অনেক ভালো। পাঠ্য বইয়ের পাশাপাশি অনেক মজার মজার বই পড়ে সে। 

প্রতিবছর বইমেলা শুরু হলে টিভিতে বইমেলার অনুষ্ঠান দেখানো হয়। বইমেলার খবর দেখে তার খুব ভালো লাগে। মনে মনে ভাবে, সেও একদিন বইমেলায় যাবে।

রিয়ানের দাদা বই পড়তে খুব ভালোবাসেন। বইমেলা শুরু হলে দাদা ঢাকায় আসেন। মেলা থেকে অনেক বই কিনে নিয়ে যান। রিয়ানের জন্যও মজার মজার বই কেনেন। ছড়ার বই, গল্পের বই, ভূতের বইসহ আরও অনেক বই। সেসব বই পেয়ে রিয়ানের সে কি আনন্দ!

রিয়ান দাদার সাথে প্রতিদিন টিভিতে ‘বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠান দেখে। দাদা পছন্দের বইগুলোর নাম ও লেখকের নাম নোট করে রাখেন। একদিন বিকেলে বইমেলার অনুষ্ঠান দেখতে দেখতে রিয়ান দাদার কাছে গিয়ে বলে, ‘দাদা তোমার সাথে এবার আমিও বইমেলায় যাব।’ দাদা বলেন, ‘সে কিরে, ঢাকা তো অনেক দূর! এতদূর তুই যেতে পারবি? তোর মা কি তোকে যেতে দিবে?’ ‘আমি কিছু জানি না, এবার তোমার সাথে বইমেলায় যাবই।’— এ কথা বলে রিয়ান দাদাকে জড়িয়ে ধরে। রিয়ান এবার নাছোড়বান্দা হয়ে যায়। দাদা বলেন, ‘ঠিক আছে তোর মায়ের সাথে কথা বলে তোকে নিয়ে যাব।’ দাদার কথায় রিয়ান খুব খুশি হয়। অবশেষে, রিয়ান দাদার সাথে বইমেলায় আসে। চারিদিকে শুধু বই আর বই। এত এত বই দেখে রিয়ানের মন আনন্দে নেচে ওঠে। রিয়ানের খুব ইচ্ছে হয়, সব বই বাড়িতে নিয়ে যেতে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর