শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

স্বপ্ন

মেরিনা রহমান

স্বপ্ন

স্বপ্ন মেঘের বাড়ি যাচ্ছি আমি

আমার সাথে আয়

মেঘ বলেছে খেলবে সেথায়

আমার সাথে, আয়?

 

দেখছিস কি এদিক ওদিক?

খুঁজছিস তুই কাকে?

বলিনি আমি কাউকেই ভাই

বলিস না তুই মা কে।

 

শোন, মেঘের পাড়ায় ঘুরে ফিরে

মেঘ বালিকা হবো,

মেঘের মতোই আকাশটাতে—

মনের পাখা মেলবো।

 

হেথায় হোথায় ঘুরে ঘুরে

ক্লান্ত হবো যখন,

মেঘের আসন পেতে হোথায়

জিরিয়ে নেবো তখন।

 

কি ভাবছিস? ফিরবো কখন?

ভাবিস না তুই অত,

যখন তখন ফিরতে পারি

ভাবিস না আর, আয় তো!

 

মেঘের ভেলায় ভেসে ভেসে

হারিয়ে যাবো দূরে,

মনের ভেতর দ্বন্দ্ব যত,

ফেলবো ছুড়ে ছুড়ে।

 

হঠাৎ যখন দেখবো মা কে

ডাকছে নামটি ধরে,

বৃষ্টি হয়ে ঝরবো তখন,

ফিরবো ধরার পরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর