Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ৩ মার্চ, ২০১৭ ০০:০৭
খুকির স্বপ্নে দেখা
সৈয়দ শরীফ

স্বপ্নে খুকি দেখলো সে আজ

চাঁদ মামাদের দেশে

উড়ছে দুটো পেখম মেলে

মুচকি হেসে হেসে।

 

সঙ্গে ছিলেন ঠাকুমা তার

সঙ্গে ছিল ঝুলি

সারাটাক্ষণ শুনলো খুকি

ঝুলির গল্পগুলি।

 

হঠাৎ খুকির পেখম দুটি

ঠুকরোলো এক পাখি

ছিঁড়লো ও মা, তা কী!

পড়লো খুকি নিচে বলো

দুঃখ কোথায় রাখি?

এই পাতার আরো খবর
up-arrow