Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১০ মার্চ, ২০১৭ ০০:০৫
গেছো ভূতের নাচ
রিয়াজ মাহমুদ
গেছো ভূতের নাচ

রাত বারোটায় জানালা খুলে

দেখি হিজল গাছের নীচে,

গেছো ভূতের বাচ্চাগুলো

উল্টো হয়ে নাচে।

 

উল্টো হয়ে উঠছে গাছে

উল্টো হয়ে নামে,

এসব দেখে ভয়ে আমার

শরীর ভিজে ঘামে।

 

নিজের মাথা দিয়ে ওরা

নিজেই খেলে বল,

শূণ্যে ছুড়ে ক্যাচ ধরে আর

সট দিয়ে কয় গো..ল ।

 

মদনা কাকু বদনা নিয়ে 

যখন ওপাশ থেকে এলো,

এক নিমিষে ভুতগুলো সব

হাওয়ায় মিশে গেলো ।

এই পাতার আরো খবর
up-arrow