শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চৈত্র হলো শুরু

সৈয়দ মাশহুদুল হক

মাঘ পেরিয়ে ফাগুন গেলো

চৈত্র হলো শুরু

কালো মেঘে আকাশ ঢেকে

ডাকছে গুরু গুরু।

বৃষ্টি পড়ছে ঝমঝমাঝম

নেই চৈত্রের খরা

মাঠে ফসল আমবাগানে

ঝুলছে আমের কড়া।

কদিন বাদে বোরো ধানে

ভরবে কৃষাণ গোলা

ধান ঝাড়বে কৃষাণ বধূ

হাতে নিয়ে কুলা।

কৃষাণ ভয়ে দেখছে আকাশ

কি জানি কি হয়

প্রকৃতির এই বদলে যাওয়া

খুব সুবিধার নয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর