শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পয়লা বোশেখ

আবেদীন জনী

বোশেখ মানে হালখাতা

গাছের শাখায় পুঁইপাতা।

বোশেখ মানে নতুন রঙ

বেলুন-বাঁশি, নৃত্য-সঙ।

 

বোশেখ মানে মাটির হাঁড়ি

মাটির পুতুল, ঘোড়ার গাড়ি।

বোশেখ মানে নাগরদোলা

উড়ন্ত মন জান্লা খোলা।

 

বোশেখ মানে রঙের মেলা

পুতুলনাচের মজার খেলা।

বোশেখ মানে নতুন গান

নতুন রোদে দীপ্ত প্রাণ।

 

বোশেখ মানে নতুন হাওয়া

চোখের পাতায় স্বপ্ন ছাওয়া।

পয়লা বোশেখ নতুন দিন

আনন্দে তাই বাজাই বীণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর