শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বোশেখে ঝড়-বৃষ্টি

মালেক মাহমুদ

বৃষ্টি-ঝড়ে ঠাঁয় দাঁড়িয়ে ভয়ে কাঁপে বুক

রাস্তাজলে যায় কী হাঁটা যায় কী ধোয়া মুখ?

 

পাকা রাস্তা পাকাই আছে ঢাকা আমার শহর

বিজলিবাতির ছোঁয়ায় হাসে কত গাড়ির বহর।

কলস ভাঙা বৃষ্টি দেখে মনের ঘরে কান্না

পাকা রাস্তা পাড়ি দিতে মানুষ করে তান্না।

 

তালবেতালে চলে মানুষ ঝড় থামাবে কে?

আকাশ ফেটে বৈশাখী ঝড় কান্না করে যে।

আকাশ কেমন কাঁপন দিলো ঝড়ের গতি বাড়ে

কেমন বৃষ্টি ঢাকায় হলো বলতে পারি না রে!

 

গুড়ুম গুড়ুম শব্দ করে বিজলিবাতির ছড়ায়

কলসি ভাঙা বৃষ্টি পানি আকাশ থেকে ঝরায়।

দিনে ছিল কাঠফাটা রোদ গরম নিরবধি

পাকা রাস্তা বৃষ্টিজলে নিমিষে হয় নদী।

সর্বশেষ খবর