শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চাই না আমি জাদুর কাঠি

শামীম হাসনাইন

সবুজপাতার আড়াল থেকে দিচ্ছে দোয়েল শিস

নদীর তীরের ছোট্ট গাঁও

নদীর জলে ডিঙি নাও

দিব্যি দিলাম, দেখতে গেলে আমায় সাথে নিস।

 

মন মাতানো ফুলের সুবাস আমায় টানে খুব

ইচ্ছে করে যাই হারিয়ে

বন বনানী হাত বাড়িয়ে

আমায় যেন ডাকছে ফুলের বনে দিতে ডুব।

 

সন্ধ্যারাতে জোনাক জ্বালে মিটিমিটি আলো

আমি বলি মাকে ডেকে-

মায়াবী এই আলো ছেঁকে

মনের ঘরে দীপ জ্বালাতে আমার চোখে ঢালো।

 

সবুজ মাঠ আর পথে ঘাটে সবুজ গাছের সারি

সকাল সাঁঝে দুচোখ মেলে

এমন সবুজ দেখতে পেলে

সাধলে আমায় জাদুর কাঠি ফিরিয়ে দিতে পারি।

সর্বশেষ খবর