শিরোনাম
শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

একটা বিড়াল ইয়া মোটা

শাহ্ আলম শেখ শান্ত

একটা বিড়াল ইয়া মোটা

মস্তবড় পেট

দেখে সেদিন ভয়ের চোটে

বন্ধ করি গেট

চোখ দুটো তার ডাগর ডাগর

লাগে ভীষণ ডর

মাকে শুধাই কেমনে হলো

এমন ভয়ঙ্কর

পরের খেয়ে হইছে অমন

রোজ করে সে চুরি

আজ বুঝেছি বাবার কেন

মস্তবড় ভুড়ি

ছি! ছি! ছি! বলছোটা কী!

নিজের বাবার নামে

জানবে তুমি কেমন করে

থাকলে রাঁধার কামে

ফ্রিজভরা মিষ্টি, বাবা

ছোঁঁয়না তোমার ডরে

তুমি যেদিন নাথাকো মা

খেয়ে সাবার করে।

সর্বশেষ খবর