শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

নিমন্ত্রণ

মোহাম্মদ নূর আলম গন্ধী

আম শাখে আম ধরেছে

জাম শাখে জাম

লিচু শাখে লিচুও আছে

পাবে গাঁও-গেরাম।

 

কাঁঠাল কলা আতা আছে

টক মিষ্টি লটকন আছে

ডালিম পেয়ারা বেল আছে

দেখতে পাবে গাছে গাছে।

 

বিন্নি ধানের খই আছে

কালো জিরার চাল আছে

পুকুর ভরা মাছ আছে

সবুজ শ্যামল মাঠ আছে।

 

সু-শীতল ছায়া আছে

পাখি ডাকে গাছে গাছে

মায়ের মুখের হাসি আছে

খাল-বিল নদী আছে।

 

সবই পাবে যেতে হবে

শহর ছেড়ে গাঁয়

নিমন্ত্রণ রইলো সবে

সবুজ শ্যামল ছায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর