শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মেঘের গাড়ি

আকরাম সাবিত

আষাঢ় মাসে

বাসার পাশে

ৃবৃষ্টি জমে থাকে,

মেঘের জলে

ব্যাঙের দলে

ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে।

 

ইচ্ছে ডানা

দিচ্ছে হানা

নীল আকাশের বাঁকে,

নয় কুঁকিয়ে

রয় লুকিয়ে

সূর্যি মেঘের ফাঁকে।

 

ডাকবে টিনে

আঁকবে দিনে

মেঘের গাড়ি টাকে?

রাত্রে ছুটে

কাতরে উঠে

জমিন মেঘের হাকে।

 

সৃষ্টি হাসে

বৃষ্টি আসে

মৌমাছিদের চাকে,

গাছের ডালও

মাছের পালও

মেঘের পরশ মাখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর