শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঘুঘু ডাকা দুপুরে

নূর মোহাম্মদ দীন

ঘুঘুডাকা দুপুরে

ডুব দিয়ে পুকুরে

মাটি তুলে আনা,

জলকেলি খেলাতে

ছিল নাকো মানা।

 

সবুজের বাতারে

ধূ..ধূ...ওই পাথারে

ছুটে চলা খুব,

ফিরে নদী পুকুরে

আবারও সে ডুব।

 

ঝুপঝাপ ডুবুরে

ভয়ে জুবুথুবুরে

ছিল নাকো দুঃখ,

মন আর বুকেতে

ছিল কত সুখ!

 

সেই সুখ সেই দিন

হারালো যে কই?

ঘুঘুডাকা দুপুরে

ভেবে একা হই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর