শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বৃষ্টি হলে

মাহমুদ শিকদার

বৃষ্টি হলে চাষের জমি মারে মুচকি হাসি

বৃষ্টি হলে রাখাল ছেলে বাজায় সুরে বাঁশি।

 

বৃষ্টি হলে ধানের পোকা ধানে বাঁধে বাসা

বৃষ্টি হলে সোনার ফড়িং মনে পোষে আশা।

 

বৃষ্টি হলে খোকাখুকি মাথায় তুলে ছাতা

বৃষ্টি হলে কবি লেখে ছড়া পাতা পাতা।

 

বৃষ্টি হলে শীতের দিনে দাদুর কিচ্ছা শোনা

বৃষ্টি হলে ফলন মাঠে যায় যে ফসল বোনা।

 

বৃষ্টি হলে গ্রামের নারী শীতল পাটি বোনে

বৃষ্টি হলে রোদের আলোর কদর বাড়ে গুণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর