শিরোনাম
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খোকা ও পাখি

আলমগীর কবির

খোকার

একটি পোষা পাখি ছিল

সবুজ বরণ টিয়ে,

 

কাটত সময় খুশির আলোয়

বন্ধু পাখি নিয়ে।

 

খোকার নামটি ধরে যখন

টিয়ে পাখি ডাকত,

 

মনের পাতায় খুশি তখন

কত্ত ছবি আঁকত।

 

সুখ আনন্দ ভাগাভাগি

করত পাখির সঙ্গে,

 

পাখির মুখে দিত খাবার

খোকা নিজের হাতে।

 

সেই খবরটা দৌড়ে গিয়ে

মা-বাবাকে দিত,

 

বলত বাবা, পাখির মতো

হৃদয় সবার জিত।

 

 

একদিন ঠিক বিকেল বেলা

হলো খোকার কী যে,

 

পাখিটাকে মুক্ত করে

দিল খোকা নিজে!

 

পাখির প্রিয় মুক্ত আকাশ

এবং প্রিয় মুক্তি,

 

খোকা মনে ঠিক রেখেছে

প্রিয় বাবার উক্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর