শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পথের শিশু

তৌহিদ আহাম্মেদ

শীতে কাঁপে পথশিশু 

হয় কত কষ্ট,

 

পথে ফোঁটা তাজা ফুল

হয় কত নষ্ট।

 

রোগে শোকে ভোগে শিশু

নেই কেউ দেখবার,

 

পথে ঘাটে পড়ে থাকে

রোগ হয় বারবার।

 

অতিদ্রুত ঝরে পড়ে

এই তাজা ফুল,

 

বড় হয়ে পথের শিশু

করে যায় ভুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর