শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বোশেখের মেয়ে

শামীম হাসনাইন

তপ্ত দুপুর উনুন উপুড়

শুকনো পাতা ঝুমুরঝুমুর

দরদরিয়ে নোনতা জলের

শরীর বেয়ে ঝরছে ঘাম

 

ঝড় শুরু হয় হঠাৎ যখন

বিজলি ডেকে বলে তখন-

আমি বোশেখের মেয়ে

আমার কালবৈশাখি নাম।

 

ঝড়ো হাওয়ার পাল উড়িয়ে

তপ্ত আকাশ বুক জুড়িয়ে

মুষলধারায় বৃষ্টি নামায়

ছড়ায় শীতল শিহরণ

 

কালবৈশাখি ঝড়ের তোড়ে

বর্গা চাষির কপাল পোড়ে

মাঠের ফসল ভাসে জলে

কাঁদে গরিব চাষির মন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর