শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জেলে

মাহমুদুর রহমান

নদীর মাঝে সকাল সাঁঝে

জালটি তারা মেলে,

নৌকা নিয়ে মাছ ধরতে যায়

পেশায় তারা জেলে।

 

বিলের জলে, সাগর জলে

কিংবা নদীর বাঁকে,

জালটি ছুড়ে মেরে সে মাছ

ধরে ঝাঁকে ঝাঁকে।

 

ইলিশ, চিংড়ি, বোয়াল ধরে

ধরে পুঁটি, শোল বা কৈ,

পাবদা, ট্যাংরা, মাগুর ধরে

ধরে কাতলা কিংবা রুই।

 

মাছ ধরে সেই ঝুড়ি কাঁধে

যায় সে নদীর ঘাটে,

মাছগুলোকে বিক্রি করে

নদীর পাশের হাটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর