শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বৃষ্টির ছড়া...

আমিনুল ইসলাম বাবু

বৃষ্টির ছড়া...

নীল আকাশটা কালো করে

মেঘ যখন ঢাকে,

মনটা আমার দুরু দুরু

করতে তখন থাকে।

 

আকাশ ভেঙে বারিধারা

টিনের চালে ঝরে,

তাই না দেখে মনটা তখন

কেমন জানি করে?

 

ঝোপের ঝাড়ে কোলাব্যাঙের

ঘ্যাংগর ঘ্যাংগর ডাক,

শুনলে পড়ে লাগে মজা

খুঁজি পথের বাঁক।

 

শুনি নাকো মায়ের বারণ

যাই ছুটে যাই পথে,

বন্ধুরা সব পুকুর জলে

ডুব সাঁতারে মাতে।

 

ওদের সাথে আমিও তখন

ডুব সাঁতারে মাতি

দুঃখগুলো ভুলে তখন

আনন্দেতে থাকি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর