শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাদা মাটির ফুল

মোবারক হোসেন

আষাঢ় গেল, শ্রাবণ গেল

জলে ভেসে ভেসে,

নদী-নালা শুকনো দেখো

আশ্বিনের এই শেষে।

 

খোকা-খুকি দল বেঁধে

ছুটে চলে খাল-বিলে,

কাদা মাটি আনে তারা

সক্কলেতেই মিলে।

 

হাতি, ঘোড়া বানায় তারা

কাদা মাটি দিয়ে,

নিপুণ হাতের নিখুঁত কারু

দেখি চেয়ে চেয়ে।

 

হাঁড়ি বানায়, চুলা বানায়

আরও বানায় পুতুল,

খুকির হাতে শোভা পায়

‘কাদা মাটির ফুল’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর