শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আকাশ ছুঁয়ে দেখি

ফারুখ হাসান

তোমরা সবাই আকাশ পারের

ওই নদীটি চেনা,

বলতে পার, সেখান থেকে

বৃষ্টি ঝরে কেন?

 

ভাবুক মনে হাজার রকম

ভাবনা আসে কত!

দিগ্বিবিদিক মন ছুটে যায়

অধীর অবিরত।

 

মেঘগুলো সব উড়ে বেড়ায়

মন ভালো নেই রত্তি,

মেঘের নদী বৃষ্টি ঝরায়

এটা জেনো সত্যি।

 

ভাবনাগুলো মেঘ হতে চায়

উড়বে যাবে সেকি!

ইচ্ছেটা হয় মেঘ হয়ে যাই

আকাশ ছুঁয়ে দেখি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর