শিরোনাম
শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঋতু রূপের রানী

অপু চৌধুরী

দূর নীলিমায় প্রভাত রবি

যখন উঠে আসে

হলদে সবুজ ধানের ডগা

মুখ উঁচিয়ে হাসে।

 

মুক্তোর মতো শিশিরকণা

দেখে দূর্বাঘাস

বুঝতে পারে শরৎ শেষে

এলো কার্তিক মাস।

 

নতুন নতুন পাখ-পাখালির

বসে মিলনমেলা

নীল আকাশে ওড়ে না আর

সাদা মেঘের ভেলা।

 

হিম কুয়াশার চাদর পরে

থির দাঁড়ানো জল

হয় না মুখর বর্ষার মতো

করে না ছল ছল।

 

হাওর-বাঁওড় বিলে-ঝিলে

কমতে থাকে পানি

কী অপরূপ এই হেমন্ত

ঋতু রূপের রানী!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর