শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাকে রেখো সুখে

ইফতেখার শিবলী

ছোট্টবেলায় যখন আমি

খুব গরমে বেজায় ঘামি

মায়ের হাতে উঠত তখন

তালপাতারই পাখা,

পাখার বাতাস চোখে-মুখে

আমি ঘুমাই পরম সুখে

ক্লান্তি ভুলে মায়ের শুধু

একলা জেগে থাকা।

 

থাকলে পড়ে জ্বরের ঘোরে

দুপুর রাতে কিংবা ভোরে

জলপট্টি দিত যে মা

আমার কপালজুড়ে,

আবার যখন অনেক রাতে

ঘুম আসে না চোখের পাতে

মা-ই তখন ঘুম পাড়াত

মিষ্টি গানের সুরে।

 

এখন তো আর পাই না মাকে

দিতে সাড়া খোদার ডাকে

একলা ফেলে গেল আমায়

এই দুনিয়ার বুকে,

খোদার কাছে ভিক্ষা মাগি

আমার প্রিয় মায়ের লাগি

ওই পারেতে আল্লাহ তুমি

মাকে রেখো সুখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর