সারা বেলা মেঘের কাটে
আকাশ পানে খেলা
থোকায় থোকায় সাদা রঙের
ভাসে যেন ভেলা।
ইচ্ছে হলেই এদেশ ওদেশ
ঘোরে অবিরত
পাখির সাথে দেখা করে
কথা বলে কত।
হঠাৎ করেই সূর্য এসে
খেলে লুকোচুরি
এরই মাঝে সুতা কাটে
মেঘের দেশে বুড়ি।
মাঝে মাঝে দুঃখ পেলে
নামায় ঝিরি বৃষ্টি
সুখের দিনে ক্ষণে ক্ষণে
নানান রঙের সৃষ্টি।