ঘরের কোণে বারান্দাতে
ছোট্ট তোমার বাড়ি,
খড় কুটোতে তবুও সুখে
নেই তো কাড়াকাড়ি।
অল্প আহার খুঁজে বেড়াও
দিনে কিংবা রাতে,
ফুড়ুৎ ফাড়ুৎ ডানা মেলে
একাকিত্বের সাথে।
খাবার নিয়ে আসো তুমি
চেয়ে থাকে ছানা,
তৃপ্তির ঢেকুর বুকে ঝাপটে
মেলে দুটি ডানা।
এমন করেই নিত্য কাটে
তোমার সারা বেলা,
ঝড় বাদলে কত পাখির
ভাঙে স্বপ্নের ভেলা।
অনেক সুখে আছো তুমি
ছোট্ট চড়ুই পাখি,
নিশ্চুপ থাকো ছানা নিয়ে
নেই তো ডাকাডাকি।