মাকে ভালোবাসি আমি
মাকে ভালোবাসি
মায়ের দুখে কাঁদি আমি
মায়ের সুখে হাসি।
আমি যখন জ্বরে কাতর
মাথায় মায়ের হাত
আমার সাথে মা’ও জেগে
পার করে দেন রাত।
অলক্ষ্যে মা কান্না চেপে
থাকেন হাসি মুখে
আমার অসুখ বিসুখ মায়ের
হয় যে বাধা সুখে।
আমি ভালো থাকলে আমার
মা’ও থাকে ভালো
আমার কাছে মা-ই তো সব
আমি মায়ের আলো।