পাখির দেশে উড়ছে পাখি
আপন ডানা মেলে,
মনের সুখে বেড়ায় ঘুরে
ওড়ার খেলা খেলে।
পাখির দেশে হাজার পাখি
যে যার মতো করে,
ছানাপোনা নিয়ে ওরা
থাকে নিজের ঘরে।
পাখির দেশে রঙের মেলা
রঙধনু যায় এঁকে,
নাম না জানা কত নদী
ছুটছে এঁকেবেঁকে।
পাখির দেশে যাবে খোকা
দেখতে পাখির মেলা,
সারাটা দিন পাখির সাথে
করবে শুধু খেলা।