বানভাসিদের আর্তনাদে
কাঁদছে সবুজবন
কাঁদছে পাহাড়, কাঁদছে নদী
কাঁদছে আমার মন।
বানভাসিদের আর্তনাদে
কাঁদছে পশু-পাখি
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমার
জলভেজা দুই আঁখি।
বানভাসিদের আর্তনাদে
কাঁদছে সবুজ ধান
কাঁদছে খুব, এই বাংলার
সব মানুষের প্রাণ।
বানভাসিদের আর্তনাদে
কাঁদছে সবুজবন
কাঁদছে পাহাড়, কাঁদছে নদী
কাঁদছে আমার মন।
বানভাসিদের আর্তনাদে
কাঁদছে পশু-পাখি
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আমার
জলভেজা দুই আঁখি।
বানভাসিদের আর্তনাদে
কাঁদছে সবুজ ধান
কাঁদছে খুব, এই বাংলার
সব মানুষের প্রাণ।