সকালবেলা শাপলা ফোটে
হাসে পুকুর ডোবা
বর্ষা এলে আমার দেশে
দেখি এমন শোভা।
নৌকা নিয়ে শাপলা তুলে
গ্রামের কিশোর ছেলে
জাল ফেলে ওই মাছ ধরতে
ব্যস্ত থাকে জেলে।
ঝাঁকে ঝাঁকে মাছের পোনা
কি যে সুন্দর দেখায়
বর্ষার রূপ ফুটে ওঠে
কবির কাব্য লেখায়।
ঢেউয়ের সাথে দুলে দুলে
খেলে পাতিহাঁসে
সারাটা দিন সারি সারি
মাঝির নৌকা ভাসে।