সকালবেলা মাঠার দোকান
বিকাল তিতাসপাড়
বাড়ি আমার পুনিয়াউট
রেলগেইটের ধার
পুবের ঘরে আড্ডাহাসি
বারবাড়ি দক্ষিণ
তালগাছে জিন বাঁশঝাড়ে ভূত
ভয়গুলো ফিনফিন
তিতাস নদীর আইড় কেঁচকি
কুরুলিয়ার কই
বাউনবাইরার ছানামুখি
ক্ষীরতোয়া ঘি দই
ডানে পুকুর বাঁয়ে ডোবা
খাল পেরিয়ে মাঠ
বন্দের লাইল ধরে হেঁটে
যাই গোকর্ণ ঘাট
নৌকাবাইচে তিতাস নাচে
বাতাস শোনায় গান
আহা আমার হৃদয়নদী
প্রবহমান প্রাণ।