নরম খাটে ঘুমের ফাঁকে
স্বপ্ন রঙিন মনে আঁকে চতুর
বোকা বিড়াল চালাক সাজে
ইঁদুর করে ফতুর!
বুকে করে দুরু দুরু
ইঁদুর সুখে উড়ু উড়ু পাজি
বোকা বিড়াল করতে বিয়ে
এক কথাতেই রাজি!
মজার খাবার আহার হবে
বিড়ার যখন তাহার হবে স্বামী
হাঁড়ির খাবার গাপুসগুপুস
পাবে খাবার দামি।
ইঁদুর শখে জেগে আছে
হঠাৎ দেখে লেগে আছে ফাঁদে
খাবার ভুলে বাঁচার জন্য
পাজি ইঁদুর কাঁদে!