পিতামাতা বুলি শেখান
শিক্ষকেরা নীতি
বিদ্যা শেখায় বাস্তবতার-
কঠিন দিনের গীতি।
মানবশিশুর আরেক জনম
শিক্ষাগুরুর কাছে
নৈতিকতার সুস্থ পাঠের
শিক্ষা নিয়ে বাঁচে।
শিক্ষা ছাড়া আঁধার জীবন
গুরুজনের বলা
বিপদগামীর কঠিন হবে
সঠিক পথে চলা?
শিক্ষাগুরু সম্মানিত
বাবা-মায়ের পরে
শিক্ষকেরা দিতে পারেন
যোগ্য জাতি গড়ে।