নিঝুম রাতে শ্যাওড়া গাছে পেতনি ভূতের বাস,
যাসনি রে কেউ শ্যাওড়া তলে জীবন হবে নাশ।
দিনের বেলায় ঘুমায় পেতনি রাতে জেগে রয়,
মধ্যরাতে বিজলি হেসে দেখায় শুধু ভয়।
অমাবস্যায় ভূত পেতনিরা ঘুরে বেড়ায় রাত,
বিকট তুলে কাঁদে হাসে বের করে সব দাঁত।
সবগুলো ভূত দেখতে কালো আগুনভরা মুখ,
এলোকেশী পেতনি ভূতের ছুরির মতো নখ।
কঙ্কালদেহী ঢ্যেঙা দেহ গায়ে সাদা থান,
নিশি রাতে নৃত্য গানে বলছে মানুষ আন।