দুইটা ছাগল কিনেছিলাম ধান লাগাবো হাল দিয়ে
ওমা ছাগল পাশের ক্ষেতে দৌড়ে গেল ফাল দিয়ে!
ক্ষেতের মালিক রেগে মেগে-
আসলো তেড়ে তীব্র বেগে
ছাগল দিয়ে চাষের কথায় বসলো আমায় গাল দিয়ে।
পাশেই দেখি আসছে কুমির, নতুন কাটা খাল দিয়ে
খাল কেটে হায় আনছে কুমির, গাঁয়ের মানুষ তাল দিয়ে।
কুমির পুষে বছর শেষে সেই কুমিরের ছাল দিয়ে-
সঙ্গে নাকি ধুতরা পাতা গাবের আঠা জ্বাল দিয়ে-
চালের ফুটো সারবে, কারণ বৃষ্টি পড়ে চাল দিয়ে।
ছাগল কুমির-ছড়া শোনাই বাজনা বাজাই থাল দিয়ে
থালে আঘাত কি দিয়ে দিই? কচু শাকের ডাল দিয়ে।