নিতির যত খেলনা আছে
পুরান এবং নোয়া,
পড়ে আছে স্টোর রুমে
পায় না হাতের ছোঁয়া।
বেশ পড়েছে ধুলার স্তর
হয় না মোছা ধোয়া,
কয়টা গেছে ভেঙে চুরে
কয়টা গেছে খোয়া।
অতি শখের টকিং পুতুল
তারের সংযোগ খোলা,
খুব দামি বাইনোকুলারের
লেন্স হয়েছে ঘোলা।
নানান ফুলে গড়া মালা
শুকিয়ে এক তোলা,
নিতি এখন মোবাইলে ব্যস্ত
খুব আত্মভোলা।