আমি খুকু ভালোবাসি
বাংলাদেশের মাটি
কী চমৎকার আমার এ দেশ!
খুবই পরিপাটি।
ফুলের মেলায় যাই হারিয়ে
মনে প্রেমের ছন্দ
আমি খুকু ভালোবাসি
ফুলের মিষ্টি গন্ধ।
আমি খুকু ভালোবাসি
প্রজাপতির খেলা
আকাশ পানে চেয়ে দেখি
শুভ্র মেঘের ভেলা।
আমি খুকু ভালোবাসি
ডানা মেলা পাখি
ইচ্ছে হলেই রং-তুলিতে
দেশের ছবি আঁকি।